এক সাথে ৫ জন টাইগার ক্রিকেটার প্রথমবারের মত ডাক পান আইপিএল খেলতে। সময় হলেই ভারতের মাটিতে উড়ে যাবেন দল পাওয়া দুই টাইগার।
তবে মুস্তাফিজুর রহমান হয়তো থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অপশন হিসাবে। আসন্ন ৯ এপ্রিল আইপিএলে মেতে উঠবে ক্রিকেট দুনিয়া। শুরু হতে যাওয়া নবম আইপিএল আসরে চড়া মূল্য সাকিব আল হাসানের। সাকিব আল হাসানের দল বদল হয়নি। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। মাত্র ৪ লক্ষ দিয়ে সাকিবের আইপিএল যাত্রা শুরু হয়। পরে এক কোটি ও পোনে দুই কোটিতেও আইপিএল খেলেছেন তিনি। এবারের আইপিএল খেলে সাকিব আল হাসান পাবেন ২ কোটি ৮০ লক্ষ টাকা। আইপিএলের নবম আসরে মুস্তাফিজুর রহমান খেলবেন সানরাইজ হায়দ্রাবাদে। ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় সানরাইজ হায়দ্রাবাদ। মুস্তাফিজের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি থাকলেও রয়্যাল চ্যালেঞ্জার্সের সাথে লড়াই করে ১ কোটি ৪০ লাখ রুপিতে লড়াই করে তাকে দলে নেয় সানরাইজ হায়দ্রাবাদ।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.